সারাদেশ

মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে (ডিআইআরএম) প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ৩:২২:১১ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশাল ডিজ্এ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (বরিশাল-ডিপিওডি) এর আয়োজনে এবং দাতা সংস্থা অস্টেলিয়ান সরকার, অস্টেলিয়ান এইড, সিবিএম অস্টেলিয়ার সহায়তা এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় মেহেন্দিগঞ্জ উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বাস্তবায়নাধীন ‘‘ডিজিএ্যাবিলিটি ইনক্লুসিভ রেজিলিয়েন্ট লাইভলিহুড (ডিআইআরএম) প্রকল্প অবহিতকরণ কর্মশালা মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী।

তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের স্বজন, আত্মীয় ও কারো না কারো পরিবারের সদস্য। তারা সমাজের বোঝা নয় সম্পদ। তবে এদেরকে আমরা অন্যদের তুলনায় বেশী যত্ন করতে হবে। দক্ষ করে তুলে কর্মমুখী করার মাধ্যমে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে।

প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের প্রয়োজনে আমরা তাদের বন্ধু হিসাবে পাশে থাঁকবো।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার,উপজেলা সমবায় কর্মকর্তা, সিডিডি এর উপপরিচালক ব্রজ গোপাল শাহা।

অনুষ্ঠানে সিডিডি কর্মকর্তা তাসলিমা আক্তার কেয়া, আবদুস সালাম, শামীম রেজা, স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, উপজেলার সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রকল্প বিষয়ে ধারনা প্রদান করেন সংগঠনের পরিচালক মোঃ শাহ আলম।

আরও খবর

Sponsered content