সারাদেশ

মেহেন্দিগঞ্জের সাবেক ইউএনও পিযুশ চন্দ্র দের অনিয়ম-দূর্নীতি,সেচ্ছাচারিতায় আশ্রয়ন প্রকল্প-২ মজিবর্ষের ঘর নির্মান স্হগিত!!

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২২ , ২:৪৯:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক ইউএনও পিযুশ চন্দ্র দে’র অনিয়ম-দূর্নীতি,সেচ্ছাচারিতায় আশ্রয়ন মজিবর্ষের ঘর নির্মানাধীন কার্যক্রম স্হগিত করা হয়।স্হানীয়দের অভিযোগ শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখল করে মুজিববর্ষের গৃহনির্মান করছে!

ভুক্তভোগীরা জানান,বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মৌজার এসএ ১৫০১ দাগ বিএস ৪৮৯-৫৪০ দাগে ১৮৬ একর জমি নিয়ে ভোলা-বরিশাল সিমানা জটিলতায় হাইকোর্টে মামলার রায়ে ১৯৯৩ সালে মেহেন্দিগঞ্জ প্রজ্বার পক্ষে রায় হয়।

প্রজ্বারা উক্ত জমিতে বাড়ি-ঘর,পুকুর,মাছের ঘের করে বসবাস করে।

বিএনপির আমলে শেখ বাহিনী ও নয়ন বাহিনীর সন্ত্রাসীরা খাসজমি দাবি করে দখল নিয়াছে।এ নিয়ে প্রজ্বারা বরিশাল জজ আদালতে মামলা করেন।যার মামলা নাম্বার ১৩৩/২০০৭।

।উল্লিখিত জমিতে এম মাজহারুল ইসলাম মামুন মোল্লা মৎস্য চাষ,বৃক্ষরোপন ও বনায়ন,কৃষির আওতায় ৯৯ বছরের লিজ আবেদন করে।আবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় সহ সংশ্লিট সকল মন্ত্রনালয় ও দপ্তরের অনুমতি সাপেক্ষে বরিশাল জেলা প্রশাসকের স্মারক ১,১/১/২০১৪।উক্ত মামলাটি খারিজ না হওয়ায় লিজ প্রদান করেনি।

মেহেন্দিগঞ্জ ইউএনও কাজী আলিমুল্লাহ শেখ বাহিনীর ভূমিদস্যু উচ্ছেদ করছে।

শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার যোগসাজশে প্রজ্বারা জমি দখল নিয়ে প্লট আকারে বিক্রি করে।আদালতের বিচারাধীন মামলার বিরোধীয় জমির খালের পাঁড়ে গৃহনির্মান কাজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক ও সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মানিক সহ সংশ্লিট কর্তৃপক্ষ বাতিলের নির্দেশ দেন।

বরিশালের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার,প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক ও সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মানিক সহ সংশ্লিট সকল দপ্তরের কাছে বরিশাল-ভোলা আন্তঃজেলা ১৭নং পিলার থেকে মাসুদ হাওলাদার বাড়ি পর্যন্ত মহাসড়কের পাশ্বে সরকারী খাস জমি ৪শ একর জমি থাকলেও প্রকল্পের নীতিমালা ভঙ্গ করে নির্ধম চরাঞ্চলের খালপাঁড়ে আশ্রয়ন প্রকল্প নির্মান বাতিল পুর্বক শ্রীপুর ইউনিয়নের গৃহহীন ৮শ ৭৬ পরিবারকে আশ্রয়ের লক্ষ্যে ১৭নং পিলার থেকে মাসুদ হাওলাদারের বাড়ি পর্যন্ত আশ্রয়ন প্রকল্পের আবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিট সকল দপ্তর আমলে নিয়ে উক্ত প্রস্তাবিত জমিতে আশ্রয়ন প্রকল্পের সিদান্ত নিয়াছে।মেহেন্দিগঞ্জের সাবেক ইউএনও পিযুশ চন্দ্র দের অনিয়ম-দূর্নীতি,সেচ্ছাচারিতায় আশ্রয়ন প্রকল্প-২ মজিবর্ষের ঘর নির্মান স্হগিত!!

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক ইউএনও পিযুশ চন্দ্র দে’র অনিয়ম-দূর্নীতি,সেচ্ছাচারিতায় আশ্রয়ন মজিবর্ষের ঘর নির্মানাধীন কার্যক্রম স্হগিত করা হয়।স্হানীয়দের অভিযোগ শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখল করে মুজিববর্ষের গৃহনির্মান করছে!

ভুক্তভোগীরা জানান,বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মৌজার এসএ ১৫০১ দাগ বিএস ৪৮৯-৫৪০ দাগে ১৮৬ একর জমি নিয়ে ভোলা-বরিশাল সিমানা জটিলতায় হাইকোর্টে মামলার রায়ে ১৯৯৩ সালে মেহেন্দিগঞ্জ প্রজ্বার পক্ষে রায় হয়।

প্রজ্বারা উক্ত জমিতে বাড়ি-ঘর,পুকুর,মাছের ঘের করে বসবাস করে।

বিএনপির আমলে শেখ বাহিনী ও নয়ন বাহিনীর সন্ত্রাসীরা খাসজমি দাবি করে দখল নিয়াছে।এ নিয়ে প্রজ্বারা বরিশাল জজ আদালতে মামলা করেন।যার মামলা নাম্বার ১৩৩/২০০৭।

।উল্লিখিত জমিতে এম মাজহারুল ইসলাম মামুন মোল্লা মৎস্য চাষ,বৃক্ষরোপন ও বনায়ন,কৃষির আওতায় ৯৯ বছরের লিজ আবেদন করে।আবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় সহ সংশ্লিট সকল মন্ত্রনালয় ও দপ্তরের অনুমতি সাপেক্ষে বরিশাল জেলা প্রশাসকের স্মারক ১,১/১/২০১৪।উক্ত মামলাটি খারিজ না হওয়ায় লিজ প্রদান করেনি।

মেহেন্দিগঞ্জ ইউএনও কাজী আলিমুল্লাহ শেখ বাহিনীর ভূমিদস্যু উচ্ছেদ করছে।

শ্রীপুর ইউপির চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লার যোগসাজশে প্রজ্বারা জমি দখল নিয়ে প্লট আকারে বিক্রি করে।আদালতের বিচারাধীন মামলার বিরোধীয় জমির খালের পাঁড়ে গৃহনির্মান কাজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক ও সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মানিক সহ সংশ্লিট কর্তৃপক্ষ বাতিলের নির্দেশ দেন।

বরিশালের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার,প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক ও সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মানিক সহ সংশ্লিট সকল দপ্তরের কাছে বরিশাল-ভোলা আন্তঃজেলা ১৭নং পিলার থেকে মাসুদ হাওলাদার বাড়ি পর্যন্ত মহাসড়কের পাশ্বে সরকারী খাস জমি ৪শ একর জমি থাকলেও প্রকল্পের নীতিমালা ভঙ্গ করে নির্ধম চরাঞ্চলের খালপাঁড়ে আশ্রয়ন প্রকল্প নির্মান বাতিল পুর্বক শ্রীপুর ইউনিয়নের গৃহহীন ৮শ ৭৬ পরিবারকে আশ্রয়ের লক্ষ্যে ১৭নং পিলার থেকে মাসুদ হাওলাদারের বাড়ি পর্যন্ত আশ্রয়ন প্রকল্পের আবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিট সকল দপ্তর আমলে নিয়ে উক্ত প্রস্তাবিত জমিতে আশ্রয়ন প্রকল্পের সিদান্ত নিয়াছে।>

আরও খবর

Sponsered content