অপরাধ-আইন-আদালত

মিরপুরে অষ্টম শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজ

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৯:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর মিরপুর ১৩ নম্বর থেকে একসঙ্গে অষ্টম শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি তারা।

মঙ্গলবার রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবকরা কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়,উধাও হয়ে যাওয়া চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা।তারা চারজনই বান্ধবী।তাদের মধ্যে তিনজন একটি মাদরাসার শিক্ষার্থী,আরেকজন একটি স্কুলে পড়ে।

নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন,মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়।দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি।অনেক খোঁজার পর জানতে পারেন তার মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে তারাও আর বাসায় ফেরেনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন,নিখোঁজ চার শিক্ষার্থীর কারো কাছে মোবাইল ফোন নেই।এ জন্য সহজে তাদের ট্রেস করা যাচ্ছে না।আমরা কাজ করছি।

আরও খবর

Sponsered content