জাতীয়

সংসদ নির্বাচনের বিদেশী পর্যবেক্ষকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো-ইসি সচিব,জাহাংগীর আলম

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ১:১২:০৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশী পর্যবেক্ষকদের আবেদন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবো।তাদের নীতিমালা অনুযায়ী অনুমোনের পর অনুমোদন দেবেন নির্বাচন কমিশন।এরপর বিদেশী পর্যবেক্ষকদের চলাচলে গাইডলাইন থাকবে।তারা কোন পদ্ধতিতে কোথায় যাবেন,সেই গাইডলাইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বিদেশী পর্যবেক্ষকদের সেবা নিশ্চিতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য দেন।

‘বিদেশী পর্যবেক্ষকদের কাছ থেকে অতীতের তুলনায় ভালো সাড়া পেয়ে’ সন্তুষ্টি প্রকাশ করে ইসি সচিব বলেন,বিদেশী ব্যক্তিবর্গ,সাংবাদিক ও প্রতিষ্ঠান বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন,তাদের আসার পর থেকে দেশে ব্যবস্থাপনা সংক্রান্ত যে সমস্ত দপ্তর, মন্ত্রণালয় সম্পৃক্ত তাদের সঙ্গে একটি আন্তঃমন্ত্রণালয় সভা ছিল আজ।’

‘এ সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের যে বৈদেশিক পর্যবেক্ষক নীতিমালা আছে,তা অনুসরণ করে যারা নিজ খরচে পর্যবেক্ষণ করতে চান তাদের আগমন এবং ইসি থেকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে,সেই আমন্ত্রিত মেহমানদের কীভাবে আমরা একটি নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারি, সেই বিষয়ে বিমান মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় বিমানবন্দর কর্তৃপক্ষ সকলকে নিয়ে বসেছিলাম।’

সচিব বলেন,প্রতিটি সংসদ নির্বাচনের আগেই এ ধরনের সভা হয়। এতে করণীয় কী,আবাসন,বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা এসব নিয়ে সভা হয়ে থাকে।তার আলোকেই আজকের সভাটি হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,শুধু নিরাপত্তা না, যিনি নিজ খরচে আসবেন তিনি কোন হোটেলে থাকবেন সেই নিরাপত্তা,তিনি কোন এলাকায় যাবেন সেই নিরাপত্তা এবং আমন্ত্রিত অতিথি যারা আসবেন তাদের নিরাপত্তা ব্যবস্থা,সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে।

তিনি আরো বলেন,আপনারা জানেন বিদেশী মেহমানদের জন্য বিমানবন্দরে আমরা একটা হেল্প ডেস্ক করি,যেন সহজেই ইমিগ্রেশন ক্রস করে তারা নির্ধারিত হোটেলে উঠতে পারেন। হোটেলে আমরা একটা হেল্প ডেস্ক করে থাকি,সেখান থেকে তারা যেন নির্বাচন সংক্রান্ত তথ্য সাংবাদিকদের কাছ থেকে নিতে পারেন।সভায় তারা কোন হোটেল থাকবে সেটা চুড়ান্ত হয়েছে।তাদের নিরাপত্তার বিষয়টি চুড়ান্ত হয়েছে।হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার বিষয়টি আলোচনা হয়েছে।’

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,যারা নিজেরা আসবেন তারা ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আমন্ত্রিতরা ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।তাই নিজ খরচে কতজন আসছে তা ৭ ডিসেম্বরের পর জানা যাবে।আর আমন্ত্রিত অতিথিরা কতজন আসছেন তা ১৬ ডিসেম্বরের পর জানা যাবে।’

আরও খবর

Sponsered content