স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

মায়েদের সমালোচনা না করে তাকে সাহায্য করুন

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২২ , ৩:২২:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।একজন মাকে সারারাত ঘণ্টা দুয়েক পরপর জাগতে হয়। বাচ্চা একটু নড়লেও ঘুম ভেঙে যায়। কারও কারও সারা রাত বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করতে হয়। আবার দিনেও ঘুমানোর অবকাশ নেই। ঘরের কাজ, বাচ্চার দেখাশোনা তো থাকেই। কর্মজীবী মা হলে তো আরও কষ্ট। ডাক্তার মায়ের কথা আর না-ইবা বলি।

এই যে অবিরাম ছুটে চলা, সেও কিন্তু ক্লান্ত হয়। তারও হাত-পা ছড়িয়ে ঘুমোতে ইচ্ছা করে। শান্তিতে বসে ভাত খেতে ইচ্ছা করে। সুন্দরভাবে গোসল করতে ইচ্ছে করে। ভাগ্যবতী হলে পরিবারের মানুষ তাকে সেই সুযোগ করে দেয়। আর না হলে শরীর টেনে-হিঁচড়ে, জোর করে তাও চালিয়ে নিতে হয়। কারণ সব বাদ দিলেও বাচ্চার যত্ন নেওয়া তো বাদ দেওয়া যায় না।

কেউ হয়তো অভিযোগ করে। কেউ আবার মানিয়ে নিতে চেষ্টা করে। কেউ ডিপ্রেশনে চলে যায়।

কষ্ট সবারই হয়।
ছোট বাচ্চার মায়েদের সমালোচনা না করে তাকে সাহায্য করুন৷ যত্ন করুন। একদিন বা দুইদিন না। প্রতিদিন।
সেও মানুষ। আপনার যেমন এক রাত ঘুম ভালো না হলে ক্লান্তি আসে, তারও আসে। শুধু বাচ্চার জন্য সে ক্লান্তি নিয়েও ছুটে চলে…।

আরও খবর

Sponsered content