সারাদেশ

মেহেন্দিগঞ্জে বসতবাড়িতে ঢুকে স্বর্ণলংকার লুট,নারীর পেটে ছুরি ঢুকিয়ে পালিয়েছে চোর

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ৫:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে অস্ত্রের মুখে বসতবাড়িতে ঢুকে পরিবার সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে এক সন্ত্রাসী।ওইসময় সন্ত্রাসীকে বাঁধা দিতে গিয়ে চুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গৃহকর্ত্রী। আহত নারীকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নারীর পেটের ছুরি বের করা ঝুঁকিপুর্ণ মনে করে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।

শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকায় নায়েব বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আক্রান্ত কুলসুম বেগম (৫৫) হলেন ওই ওয়ার্ডের আব্দুল খালেক নায়েব এর স্ত্রী।পরিবারের সদস্য কবির নায়েব জানান শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তার মা কুলছুম বেগম ঘরের টয়লেট এর দরজা খোলার সাথে সাথে চোরকে দেখতে পায়।মুহুর্তে কুলছুম বেগম এর গলার চেইন এবং কানের স্বর্ণ ছিনিয়ে নেয় চোর।এ সময় বাঁধা দিলে পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায় চোর।নারী মুমুর্ষ অবস্থা থাকায় চোরের নাম বলতে পারেনি।

থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান আহতের পরিবার।সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চোরকে আটক করতে পারে নি।

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে,অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content