জাতীয়

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের কাছে প্রধানমন্ত্রীর উত্তরের চিঠিটি হস্তান্তর করেছেন-পররাষ্ট্রমন্ত্রী,ড. এ কে আব্দুল মোমেন

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৮:০২:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিঠিটি তিনি শুরু করেছিলেন মুক্তিযুদ্ধের প্রশংসা দিয়ে এবং শেষ করেছিলেন ‘জয় বাংলা’ দিয়ে। ওই চিঠির উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের কাছে প্রধানমন্ত্রীর উত্তরের চিঠিটি হস্তান্তর করেছেন।

ওয়াশিংটনে সোমবার (১০ এপ্রিল) দুপুরে (বাংলাদেশ সময় দিবাগত রাত) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের পরে আব্দুল মোমেন সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটি চিঠি দিয়েছেন।’

এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ আসার আমন্ত্রণও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

আরও খবর

Sponsered content