সারাদেশ

ভোলায় ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে

  প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ৬:০৩:২৯ প্রিন্ট সংস্করণ

ভোলা জেলা প্রতিনিধি।।ঘূর্ণিঝড় শক্তি’ মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভায় জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন,ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ইতোমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।এছাড়া ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ৯৮টি মেডিক্যাল টিম এবং গবাদিপশুর জন্য ২১টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুত আছে দুই লাখ ২০০ একানব্বই মেট্রিক টন চাল,১০১৫ প্যাকেট শুকনো খাবার।এছাড়া ছয় লাখ ২২ হাজার নগদ টাকা রাখা হয়েছে।যাতে দুর্যোগকালীন প্রয়োজনে সব ধরনের সহায়তার ব্যবস্থা করা যায়।

এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে।দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী,পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকার,সিভিল সার্জন মনিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

চাকরিতে কোটা বাতিলের চার দফা দাবিতে ফের শাহবাগ অবরোধ

সন্ত্রাসী বাহিনী-শ্রীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর:-প্রধানমন্ত্রী সহ ১০ মন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাদীকে হয়রানি-অগ্নিসংযোগ, লুটপাট মারধর ও মিথ্যা মামলা!

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দু’দিনে কোরবানির বর্জ্যসহ পশুর হাটের বর্জ্যও সম্পূর্ণ অপসারণ

অহেতুক কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে আমাদের নিরাপত্তাবাহিনী কখনোই তা মেনে নেবে না-স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান

অভয়নগরে জাল টাকার নোট সহ দুই কারবারি গ্রেফতার

অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছেন-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন