জাতীয়

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০০:৩৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (১০ ই সেপ্টেম্বর) সকালে বগুড়া সেনানিবাসে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া।

সেনাপ্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন।পরে সাঁজোয়া কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।এ সময় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহবান জানান।

সম্মেলনে সেনাপ্রধানের উপস্থিতিতে এই কোরের সদস্যরা আগামী দিনে দেশসেবার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

এ সময় সেনাবাহিনী প্রধান আর্মাড কোর সেন্টার এন্ড স্কুলে নবনির্মিত সিমুলেটর কমপ্লেক্সের উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন।

সম্মেলনে সেনাসদর,আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও সাঁজোয়া কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content