জাতীয়

বরিশাল-ভোলা সড়ক যোগাযোগের কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজের নির্মাণ কাজ দ্রুত শুরু হবে-সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি

  প্রতিনিধি ৩১ মে ২০২৩ , ৪:৪৯:০০ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম#দীর্ঘদিন প্রতীক্ষার প্রহর শেষে বরিশাল-ভোলার সড়ক যোগাযোগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণ কাজ দ্রুত শুরুর সম্ভাবনা কথা জানিয়েছে,সড়ক-সেতু যোগাযোগ কর্তৃপক্ষ।এজন্য জমি অধিগ্রহণের কাজ আগস্ট মাসের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বরিশাল-ভোলা বিছিন্ন দ্বীপ এলাকায় প্রায় বিশ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা থাকলেও ভৌগলিক কারনেই সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় অস্বস্তিতে উভয় জেলার ৪০ লক্ষাধিক মানুষ।ভোলার জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ২০মিলিয়ন ঘনফুট গ্যাস,বোরহানউদ্দিনে দৈনিক গড়ে ১২মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপন্ন হয়। আরও দুটি গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে।যা দিয়ে শিল্প বাণিজ্য ও কল- কারখানা, সারকারখানা, ইপিজেড, ২৬শ মেগওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

এসকল প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এসব এলাকার মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে। সর্বাধিক দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সমূহ গ্রহণ করেছে।

বরিশাল-ভোলা জেলার সর্বস্তরের মানুষের প্রানের দাবি বরিশাল-ভোলার সড়ক যোগাযোগ ব্যবস্থা ও কালাবদর-তেতুলিয়া নদীর উপর ব্রীজ নির্মাণ একান্ত প্রয়োজন। বিশ্বের শান্তির অগ্রদূত ও গনতন্ত্রের মানস কন্যা,বাংলাদেশ সরকারের উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় উদ্যান(বেলসপার্ক) ময়দানে লাখো মানুষের দুর্ভোগ লাঘবে বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্থা ও কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

ভোলা জেলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ৫শ মিটার ব্রীজ এবং মেহেন্দিগঞ্জ উপজেলাধীন আলিমাবাদ (শ্রীপুর) ইউনিয়নের কালাবদর নদীতে ১২শ মিটার ব্রীজ নির্মাণ,কালাবদর-তেতুলিয়া নদীর পর্যন্ত ৩৯শ মিটার সড়ক,লাহারহাটের লড়াইপুরচরে পৌনে দুই কিলোমিটার সহ ৬কিঃমিঃ সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যে ২৫২ কোটি টাকা ব্যয় বরিশালের চরকাউয়া জিরো পয়েন্ট থেকে লাহারহাট ১১কিলোমিটার,রাজারহাট থেকে ভোলার সদর উপজেলার আলিশা ফেরী ঘাট পর্যন্ত ফোরলেন মহা সড়কের কাজ চলছে।এছাড়াও ইলিশা মজু চৌধুরীর হাট থেকে লক্ষীপুর পর্যন্ত ৪৫কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এ পরিপ্রেক্ষিতে ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লা বৃটিশ সরকারের অনুদানে মুসলিম এইড নামক সংস্থার সহযোগিতায় ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা থেকে আলিমাবাদ(শ্রীপুর) ইউনিয়নের কালাবদর নদী পর্যন্ত প্রায় ৬ কিঃমিঃ কাঁচা সড়ক নির্মাণ করছে।তিনি জানিয়েছেন,২কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৬শ ৪২ টাকা ব্যয় ২০১০-২০১১ অর্থ বছরে সম্পন্ন হয়েছে।

বরিশাল বিভাগ উন্নয়নের লক্ষ্যে দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার সম্পাদক-প্রকাশক ভিপি মঈন তুষারের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ বানী পত্রিকার বরিশাল জেলা প্রশাসক বীটের জৈষ্ঠ্য সাংবাদিক এম মাজহারুল ইসলাম ১৯ সেপ্টেম্বর ২০১৬ থেকে ৫ জানুয়ারি ২০১৭ পর্যন্ত ধারাবাহিক আট পর্বের সংবাদ প্রকাশ করায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টিগোচরে আসে।

“বরিশাল-ভোলা সিমানা নির্ধারণ আইনী জটিলতা আটকা!সড়ক যোগাযোগ-গ্যাস,বিদ্যুৎ বঞ্চিত লাখো মানুষ” শিরোনামে ১৯ সেপ্টেম্বর ২০১৬।

এরপরে ২০ অক্টোবর ২০১৬ নকশা,নমুনা,ডিজাইন সমীক্ষা-নিরীক্ষা,প্রকল্পের সংশ্লিষ্ট বিষয় চুরান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সেতু ও সড়ক কর্তৃপক্ষ ফিজবলটি টেন্ডার আহ্বান করা হয়েছে।একই বছরের ৭ নভেম্বর “এবার হবে বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্থা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া”বরিশাল বিভাগের ৬টি জেলা অদ্বিতীয় সিঙ্গাপুর”” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রী পরিষদের সচিব শফিকুল ইসলামের তত্বাবধানে বরিশাল বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মোঃ গাউস কে আহ্বায়ক করে ৬ জেলার জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে সদস্য সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে বরিশাল বিভাগ উন্নয়ন কমিটি করা হয়েছে।

বরিশাল বিভাগ উন্নয়ন কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রী পরিষদের সচিব শফিকুল ইসলামের উপস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রীসভা বৈঠকে বরিশাল বিভাগ উন্নয়ন প্রকল্প সমূহ গ্রহণ করা হয়েছে।বরিশাল বিভাগ উন্নয়ন প্রকল্প সমূহ বাস্তবায়ন করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।

বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ,ভোলার গ্যাস পাইপলাইন দিয়ে বরিশালে এনে গ্যাস সংযোগ, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ,ঢাকা-বরিশাল,কুয়াকাটা পর্যন্ত সিক্সলেন (৬ লাইনের) সড়ক যোগাযোগ,ঢাকা-বরিশাল,কুয়াকাটা,পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেললাইনের ব্যবস্হা,পায়রা সমুদ্র বন্দর নির্মাণ,সাবমেরিন ক্যাবল ষ্টেশন,তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ,বরিশাল সদর হাসপাতালকে মেডিক্যাল কলেজে রুপান্তরিত করা,শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,মেহেন্দিগঞ্জে,র দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা,কৃষি বিশ্ববিদ্যালয়,বরিশালে মা- শিশু হাসপাতাল,চক্ষু হাসপাতাল,৬টি জেলায় ৬টি মেডিকেল কলেজ হাসপাতাল,ইঞ্জিনিয়ারী বিশ্ববিদ্যালয়,প্রতিটি বেসরকারি হাইস্কুল ৪ তলা ভবন নির্মাণ,আটশতাধিক সাইক্লোন শেল্টার নির্মাণ,প্রতিটি ইউনিয়নে একটি ডিগ্রি কলেজ ও হাসপাতাল নির্মাণ,পলি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়,বরিশালে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সেনা, নৌ, বিমান বাহিনীর ক্যাম্প,কোষ্টগার্ডের অফিস ও ক্যাম্প, বাবুগঞ্জে পাঙ্গাশিয়ায় বিমানের রাডার ষ্টেশন ও বিমান ঘাঁটি, বরিশালে বৃহত্তম নৌ ঘাঁটি, ইর্কোপার্ক নির্মাণ,আইসিটিপার্ক,বরিশাল,ঝালকাঠি,ভোলা, বরগুনায় অর্থনীতি অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে ৮ হাজার একর জমি অধিগ্রহণ করা, ঝালকাঠিতে জাহাজ নির্মাণ শিল্প বাণিজ্য গড়ে তোলা,বরিশাল-ভোলা,ঝালকাঠি অত্যাধুনিক খাদ্য গুদাম নির্মাণ এবং গার্মেন্টস, ইপিজেড, সারকারখানা, কল-কারখানা নির্মাণ, তেতুলিয়া, কালাবদর, পটুয়াখালী বাঞ্ছারামপুরের, বরগুনার আমতলা কারখানা নদীর উপর ব্রীজ, লেবুখালী, বগা, দশমিনা, হরলতা, আড়িয়াল খা, মাছকাটা, ধানসিড়ি সন্ধ্যা নদীর উপর ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়ে ২০২১ সালের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নিলেও বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হলে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা কারণে ডলার-রিজার্ভ সংকটে পড়ে ৪বছর পিছিয়ে পড়ছে।একারণে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালের সফর সময় কালাবদর-তেতুলিয়া নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধনের করবেন।এরপর দ্রুত গতিতে ব্রীজ নির্মাণ করে ২০২৫ সালের মধ্যে বরিশাল-ভোলা,লক্ষীপুরের সড়ক যোগাযোগের কাজ সম্পন্ন করা হবে।

বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্থা লক্ষ্যে কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণ কাজ শুরু করার সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে,দৈনিক বাংলাদেশ বানী পত্রিকায় ৫ জানুয়ারি ২০১৭ সংবাদ প্রকাশ হওয়ার পর বিভিন্ন পত্রিকায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের ভিত্তিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাধারণ সম্পাদক পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক (প্রধান) ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি-জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে টেবিলের উত্থাপিত প্রশ্নের জবাবে সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংসদে জানান,চলতি অর্থবছরে বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্থা ও কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে।গতবছরের বুধবার(১২ জুলাই) মন্ত্রী সভার ক্রয় সংক্রান্ত কমিটিতে চুরান্ত সিদ্ধান্ত গ্রহণের পর ১২ হাজার ৯শ ৯৩ কোটি টাকা ব্যয়ে মন্ত্রী পরিষদের সভায় অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালের বঙ্গবন্ধু জাতীয় উদ্যান (বেলসপার্ক) ময়দানে বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্থা লক্ষ্যে কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার ঘোষণা দিয়েছে।প্রধানমন্ত্রীর ঘোষণার পর সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মোঃ আনোয়ার ইসলাম ভোলা জেলা সফর শেষে বরিশাল-ভোলার সড়ক ও সেতু নির্মাণের প্রকল্প সমূহের সরেজমিনে পরিদর্শন করেন।এসময়ে তিনি ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বলেন,২৭ সেপ্টেম্ভর ২০১২ এলজিইডি প্রধান প্রকৌশলীর মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠনের পরে বুয়েট প্রফেসর মোঃ তারিকুল ইসলাম,সুজিত কুমার বালা,সাইদুর রহমান বর্তমানের কাঁচা সড়কটি পরিদর্শন করে।তারা সম্ভাব্যতা যাচাই করেছে।ভারতের ষ্টুপ,ইংল্যান্ডের কাইউ,বাংলাদেশের ডিডিসি ও দেবকন কনসালটেন্ট নামে চারটি প্রতিষ্ঠানের যৌথ একটি পরিদর্শন দল পরিদর্শন শেষে বরিশাল-ভোলার সড়ক যোগাযোগ ব্যবস্থা ও কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন।তিনি সেসময়ে বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্থা ও কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণ কাজ দ্রুত শুরু করে ২০২৫ সালের এপ্রিলে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে এই সড়কটির কাজ শুরু করতে ৪ বছর বিলম্ব হচ্ছে।

এব্যাপারে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লা সাংবাদিকদের সাথে আলাপকালে,তিনি বলেন, ভোলা-বরিশাল সড়ক-সেতু যোগাযোগ ব্যবস্থা লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ওই সভায় ভোলার মানুষের প্রানের দাবি বরিশাল-ভোলার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন দ্রুত সম্পন্ন করার জন্য সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,আমাদের সকলের প্রচেষ্টায় ভোলার মানুষের প্রানের দাবি পূরণ লক্ষ্যে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।আশা করছি,আগামী নির্বাচনের তফসিল ঘোষণা আগেই ভোলা-বরিশাল সড়ক-সেতু যোগাযোগ ব্যবস্থা লক্ষ্যে কাজ শুরু করা হবে।

এ বিষয়ে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়ন কমিটির আহ্বায়ক(মন্ত্রী), সাবেক চীফ হুইপ,দক্ষিন বাংলার আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি-বলেন,বরিশাল বিভাগের প্রতিটি অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্থা ও কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি,বলেন ভোলা-বরিশাল সড়ক যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণ কাজ আগস্ট মাসের শেষে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে সফর করবে এসময়ে শতাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন মাধ্যমে জনগণের দীর্ঘদিনের কাঙ্খিত সেতু নির্মাণ উদ্বোধন করবেন।আগামী ২০২৫ সালের মধ্যে বরিশাল-ভোলা সড়ক যোগাযোগ ব্যবস্থা লক্ষ্যে কালাবদর-তেতুলিয়া নদীতে ব্রীজ নির্মাণের কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

আরও খবর

Sponsered content