অর্থনীতি

ব্যাংকের লোকসানে সংশ্লিষ্টরা লভ্যাংশ এবং বোনাস পাবেন না-গভর্নর,আহসান এইচ মনসুর

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর কঠোর হুশিয়ারি দিয়ে বলেছন-ব্যাংক যদি লোকসান করে,তবে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা কোনও ধরনের বোনাস পাবেন না।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের অবদান নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর জানান,অর্থ পাচার প্রতিরোধ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন এসেছে।চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহ ২৯ শতাংশ বেড়েছে,যা অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

তিনি বলেন,অর্থনীতিতে এখন ডলার সংকট নেই, তবে টাকার সংকট রয়েছে।রেমিট্যান্স বাড়ার কারণে এ পরিস্থিতি সামলানো সম্ভব হয়েছে।আমরা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেকটাই সফল হয়েছি।’

এ সময় গভর্নর জানান,দেশের পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে আগামীকাল (রবিবার) থেকেই সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে।

আরও খবর

Sponsered content