প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৩:১২:৩৯ প্রিন্ট সংস্করণ
বেনাপোল প্রতিনিধি:- যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর বাজার থেকে ৪৯৬৫ ইয়াবা,১০০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ সোহাগ মিয়া নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকালে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্য তাকে আটক করে।
আটক পাচারকারী সোহাগ মিয়া যশোরের শার্শার সাতমাইল এলাকার মহর আলী সরদারের ছেলে।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত থেকে একটি প্রাইভেটকারে মাদকের একটি চালান যশোরের দিকে যাচ্ছে।
পরে বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে নাম্বার বিহিন সন্দেহভাজন একটি প্রাইভেটকার ধাওয়া করে ধরা হয়।
পরে প্রাইভেট তল্লাশী করে ৪৯৬৫ ইয়াবা,১০০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ৫ লাখ ৬৩ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
















