জাতীয়

বিসিএস নিয়ে পিএসসির সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন-শিক্ষার্থীরা

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ৪:১২:০৫ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা নতুন করে নেয়াসহ ৪৫ ও ৪৬ তম বিসিএস নিয়ে সরকারি কর্ম-কমিশন,পিএসসির সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষার্থীরা।

চাকরিতে যেন আর দলীয়করণ না হয়,এবিষয়ে দৃষ্টি রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের।পিএসসির সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জানাবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়রাম্যান এস এম এ ফায়েজ।

৪৪ তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবার মৌখিক পরীক্ষা নতুন করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোরও সিদ্ধান্ত হয়েছে।

একই সাথে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ প্রার্থীর সাথে সমসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার সিদ্ধান্তও নিয়েছে পিএসসি।পিএসসির এসব সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীরা ইতিবাচক হলেও নতুন করে কেউ যেন বঞ্চিত না হয়,সেদিকে লক্ষ্য রাখার আহ্বান তাদের।

পিএসসির সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান।তিনি বলেন,অতীতের মত যেন অনিয়ম না হয়,সেজন্য সংশ্লিষ্টদের আরও সজাগ হওয়ার পরামর্শ তার।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares