জাতীয়

এবারও সেনাবাহিনী মোতায়েন করা হবে-কমিশনার,মো. আলমগীর

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৩ , ৫:১১:০২ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি।।নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন,নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রয়োজনে অতীতের মত এবারও সেনাবাহিনী মোতায়েন করা হবে।

মঙ্গলবার বিকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার।

ইসি আলমগীর বলেন,“নির্বাচনে সেনাবাহিনী নিয়োজিত রাখার সিদ্ধান্ত এখনও হয়নি।অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ছিলো।প্রয়োজন হলে এবারও সেনাবাহিনী থাকবে।

এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ হলে অবশ্যই গ্রহণযোগ্য হবে।ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে,তার জন্য যা যা করার দরকার সব করা হবে।

“সংখ্যালঘুদের ভোটের আগে বা পরে যেন কেউ ভয়ভীতি দেখাতে না পারে এ ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম সভাপতিত্বে মতবিনিময় সভায় শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম,নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content