জাতীয়

বিদ্যুতের দাম বৃদ্ধি চলতি ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে

  প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:০৭:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন দাম চলতি ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে।দাম বৃদ্ধির প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার জারি করা হবে।

আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।তিনি বলেন,বলেন,গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা হারে বাড়বে।বিদ্যুতের নতুন দর ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে, অর্থাৎ মার্চ থেকেই গ্রাহকদের বাড়তি বিল দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন,এখন বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়ছে ১২ টাকার মতো,আর ৭ টাকায় বিক্রি করা হচ্ছে।চলতি বছর বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।ধীরে ধীরে কয়েক বছর ধরে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।কম ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুতের দাম কম বাড়বে, আর ওপরের দিকে বেশি বাড়বে।’

নসরুল হামিদ বলেন,সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ডলারের দর বেড়ে যাওয়ায়।তেল-গ্যাস ও কয়লার আন্তর্জাতিক বাজারদর ক্ষেত্র বিশেষে একই থাকলেও আগের চেয়ে ডলার প্রতি ৪০ টাকার বেশি খরচ হচ্ছে।এখানেই বিশাল গ্যাপ তৈরি হয়েছে। ডলারের সঙ্গে সমন্বয় করার জন্য কাজ করছি।’

প্রতিমন্ত্রী বলেন,বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না,সমন্বয় করা হচ্ছে।উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করায় লোকসান হচ্ছে,সে কারণে কিছুটা সমন্বয় করা হচ্ছে।আমরা তো খরচ উঠাতে চাচ্ছি,খুবই সামান্য পরিমাণে দাম বাড়বে। লাইফ লাইন গ্রাহকের (৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) মাসের বিল ২০ টাকার মতো বাড়তে পারে।এখন গ্রাহকরা যদি একটু সাশ্রয়ী হন,তাহলে বিল আগের অবস্থায় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের মিতব্যয়ী হতে উদ্বুদ্ধ করা।’

আরও খবর

Sponsered content