কৃষি সংবাদ

বাড়িতেই লেবুর চাষ করা যাবে

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ২:০৮:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চড়চড়িয়ে বাড়তে থাকা লেবুর দামে নেই কোনো নিয়ন্ত্রণ। বিগত লেবু উৎপাদনের সিজনগুলোতে লেবুর ভালো মতো ফলন না হওয়াটাও একটা কারণ। এই অবস্থাতে যদি বলি, বাড়িতেই লেবু চাষ করতে পারা যাবে এবং সেই লেবু অগাধে ব্যবহার করতে পারা যাবে, তাহলে কেমন হয়? উপরিউক্ত কথার একটা শব্দও মিথ্যা না। নিম্নলিখিত পদ্ধতিগুলি ধাপে ধাপে অনুসরণ করলে বাড়িতেই সহজে লেবু গাছের (Lemon Tree) কলম (Cutting) থেকে লেবু চাষ করতে পারা যাবে। রইল পদ্ধতির বর্ণনা-

বাড়িতেই লেবু চাষ করার জন্য আগে লেবুর চারাগাছ তৈরি (Lemon Tree Propagation) করতে হবে। এরজন্য প্রথমেই একটি পরিণত লেবু গাছ নিতে হবে এবং সেই গাছের কাণ্ডগুলো সাবধানে কেটে নিতে হবে। কেটে নেওয়া এই কাণ্ডগুলো কলম হিসাবে ব্যবহার করে বাড়িতে লেবুর চারাগাছ তৈরি করা হবে।

ছিদ্রযুক্ত একটি পাত্র নিয়ে সেটিতে নদীর বালি ভরে দিতে হবে। এই বালিতে লেবু গাছের কলমগুলো পুঁতে দিয়ে পাত্রটিতে হালকা জল দিতে হবে। লক্ষ্য রাখতে হবে, কলমগুলোর অর্ধেক অংশ যেন বালির ভেতরে এবং অর্ধেক অংশ বালির বাইরে থাকে।

কলমযুক্ত ওই পাত্রটিকে একটি কাটা প্লাস্টিকের বোতল দিয়ে ঢেকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এই অবস্থায় রেখে দিলে ১৫ দিন পরে দেখা যাবে, কলমগুলো থেকে ছোট ছোট পাতা বেরিয়েছে। এই অবস্থায় পাত্রটিতে প্রত্যেক সপ্তাহে একবার করে হালকা জল দিয়ে প্রায় এক মাসের মতো রেখে দিতে হবে। ১ মাস পরে দেখা যাবে যে, পাতাগুলো বেশ বড়ো হয়ে গেছে। চারাগাছগুলোকে সাবধানে বালি থেকে বের করলে দেখা যাবে যে, চারগাছগুলো থেকে মূল গজিয়েছে। এই অবস্থায় বুঝে নিতে হবে, লেবুর চারাগাছ তৈরি হয়ে গেছে।

আরও খবর

Sponsered content