কৃষি সংবাদ

সরকারের মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের দর ৪০ টাকার মধ্যে রাখার দাবি কৃষকদের

  প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ১:৩৪:৫৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বেশ কিছু দিন ধরেই অস্থির দেশের পেঁয়াজের বাজার।দফায় দফায় এ নিত্যপণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের।তবে স্বস্তির খবর হচ্ছে,সপ্তাহ ব্যবধানে মানিকগঞ্জে পেঁয়াজের দর মণপ্রতি ৩০০ টাকা পর্যন্ত কমেছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে মানিকগঞ্জের বরংগাইলে পেঁয়াজের হাটে সরেজমিন দেখা যায়,সকাল থেকেই কৃষক ও পাইকারি ব্যবসায়ীদের পেঁয়াজ বেচাকেনায় জমে উঠেছে এ হাট।সপ্তাহজুড়েই মানিকগঞ্জে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দর ওঠানামার মধ্যে রয়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ পেঁয়াজ ৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে।এতে কৃষকদের লাভ কম হলেও কিছুটা স্বস্তিতে ভোক্তারা।

গত সপ্তাহে যে পেঁয়াজ ২ হাজার ৮০০ টাকা মণ ধরে বিক্রি হয়েছে,সেটি চলতি সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।দাম কমার বিষয়ে ব্যবসায়ীরা জানান,মূলত দফায় দফায় দাম ওঠানামার মাশুল গুনতে হচ্ছে।বাজারে পেঁয়াজের চাহিদা এখন কম।তাই দামও নিম্নমুখী।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না দেয়ার দাবি জানিয়ে এক কৃষক বলেন,লাভ কম হলেও আমরা ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করে আমাদের উৎপাদন খরচ উঠিয়ে নিতে পারছি।তাই সরকারের কাছে আমাদের দাবি যেন বিদেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না দেয়া হয়।না-হলে আমরা বেশ লোকসানের মুখেই পড়ব।’

তবে দাম কিছুটা কমায় স্বস্তি সাধারণ ভোক্তাদের। তাই সরকারের মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের দর ৪০ টাকার মধ্যে রাখার দাবি তাদের।

হাট কমিটির সভাপতি আব্দুল মজিদ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল পেঁয়াজের হাটে প্রতি বৃহস্পতিবার ৮ থেকে ১০ হাজার মণ পেঁয়াজ বেচাকেনা হয়।

আরও খবর

Sponsered content