সারাদেশের খবর

বাড়ির উঠানে বাবার লাশ রেখে সম্পত্তি ভাগাভাগিতে সন্তানেরা ব্যস্ত

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২২ , ৫:১২:২৮ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলি উপজেলা প্রতিনিধি।।কর্ণফুলী বড়উঠান ইউনিয়নে এক পিতার মৃ*ত্যুর পর ছেলেমেয়েরা সময় মতো দাফন করতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,বড়উঠানের ৮ নং ওয়ার্ডের কেরানীর বাড়িতে ৫০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে বাবা মনির আহমেদের লাশ উঠানে ফেলে রেখে ২০ ঘণ্টা ধরে বিরোধে জড়ায় তার সন্তানরা।

প্রায় ২৪ ঘণ্টা তার লাশ পড়ে ছিল একটি এম্বুলেন্সে। রোববার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লা*শ দাফন হয়নি।

জানা গেছে,শনিবার সন্ধ্যায় পরপারে পাড়ি জমান সাবেক পদ্মা অয়েল গ্রুপের কর্মকর্তা। পরে তার লাশ নিয়ে এম্বুলেন্সে রাখা হয়। তার রেখে যাওয়া ৫০ লাখ টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে দ্বন্দ্ব থাকায় রবিবার বিকেলেও লাশ দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি।

বিষয়টি সমাধানে সালিশি বৈঠকও ডাকা হয়।তাতেও সমাধান না হলে ঘটনাস্থলে আসে কর্ণফুলী থানা পুলিশ।

স্থানীয়দের তথ্যমতে,মনির আহম্মদ চাকরির অবসরের সময় কোম্পানি থেকে ৫০ লাখ টাকা পাই।সে টাকা ভাগাভাগি না হওয়া পর্যন্ত লাশ দাফন করতে দিচ্ছে না তাদের সন্তানরা।

আরও খবর

Sponsered content