খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল শুরু

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৪ , ২:১১:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে দর্শকের ভিড়।চারপাশে রঙিন ব্যানার।আকাশে উড়ছে ‘স্কাই বেলুন’, যেখানে বড় করে লেখা—‘বিপিএল টি-টোয়েন্টি’। স্টেডিয়ামের দিকে চোখ পড়লেই বোঝা যায় বিষয়টা—বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল শুরু হয়ে গেছে।

মিরপুর স্টেডিয়ামের ভেতরে এলেও চোখে পড়বে রঙিন সাজ। ফ্লাডলাইটের টাওয়ারের গায়ে লাগানো হয়েছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৪’ লেখা বিশাল বিশাল ব্যানার।রিকশাচিত্র,ঢাকঢোল—স্টেডিয়ামের ভিন্ন আমেজ যোগ করেছে।

বিপিএলের দশম আসরের উদ্বোধনী দিনে মাঠে রাখা হয় লালগালিচা।সেখানে ছিলেন উদ্বোধনী ম্যাচের দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকার ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালরা।তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান।এরপর একবার স্মোক কালার বোম ও বেলুন উড়িয়ে উদ্বোধন হয় বিপিএলের।

ঝাঁকে ঝাঁকে বেলুন উড়ল ঠিকই,কিন্তু অনেকটা সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো বিপিএলের এবারের আসর।তার মধ্যে কয়েক মুহূর্তের জন্য যা একটু রং ছড়াল স্মোক কালার বোম।

বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্য এবার শুরু থেকেই বলে এসেছে,জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখতে পারেনি তারা।তবে এ আয়োজনের জন্যই আয়োজকেরা বিপিএলের প্রথম দিনের খেলা আধা ঘণ্টা দেরিতে শুরুর সিদ্ধান্ত নেন।

প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নতুন দল ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনকার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ৯ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৫৯ রান।

আরও খবর

Sponsered content