আন্তর্জাতিক

বাংলাদেশ ও মিয়ানমারকে সাড়ে ১১ কোটি ডলার মানবিক সহায়তা দেবে-যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ২:৪০:৫৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মিয়ানমার,বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য অতিরিক্ত ১১ কোটি ৬০ লাখ ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ কথা বলেছেন।

ব্লিনকেন বলেন,২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলে সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তা ২.২ বিলিয়ন ডলারেরও বেশি।

এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও রান্নার জ্বালানি নিশ্চিত করতে নতুন আরেকটি সহায়তা প্যাকেজ ঘোষণা দেয় যুক্তরাজ্য। শরণার্থীদের জন্য ৩০ লাখ পাউন্ড অর্থাৎ ৩৭ লাখ মার্কিন ডলার নতুন তহবিল ঘোষণা করেছে দেশটি।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার ও বঙ্গোপসাগরের ভাসানচরে ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছে।বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের পশ্চিম উপকূলের রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন থেকে বেশিরভাগ মুসলিম শরণার্থী পালিয়ে যায়।

আরও খবর

Sponsered content