আন্তর্জাতিক

ইউক্রেন থেকে দীর্ঘ প্রতীক্ষিত একটি পাল্টা আক্রমণ ব্যর্থ-পুতিন

  প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ২:৩৫:৪৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,ইউক্রেন থেকে দীর্ঘ প্রতীক্ষিত একটি পাল্টা আক্রমণ শুরু হয়েছে,কিন্তু এখনো পর্যন্ত কিয়েভ তার লক্ষে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত রুশ সাংবাদিকের নেওয়া এক সাক্ষাৎকারে পুতিন শুক্রবার এ কথা বলেন।

তিনি আরও বলেন,আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধাঞ্চলের কোথাও ইউক্রেনীয় বাহিনী তাদের লক্ষে পৌঁছাতে পারেনি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন,গত পাঁচদিন ধরে পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে।গতকাল ও তার আগের দিন প্রচন্ড যুদ্ধ হয়েছে।

তিনি বলেন,ইউক্রেনের বাহিনীর অনেক সৈন্য হতাহত হয়েছে। কিন্তু কিয়েভের লক্ষ্য এখনো অধরা রয়ে গেছে।

উল্লেখ্য,গত কয়েক মাস ধরেই ইউক্রেন বলে আসছে তারা তাদের মাটি থেকে রুশ সৈন্যদের হটাতে পাল্টা আক্রমণ শুরুর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

আরও খবর

Sponsered content