প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১১:১৪:১৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষকে কেন্দ্র করে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত আইনজীবীর নাম নাঈম কিবরিয়া (৩৫)।তিনি পাবনা জেলা জজ আদালতের একজন নিয়মিত আইনজীবী ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,মোটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষের পর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন জড়ো হয়।অভিযোগ রয়েছে,তখনই সংঘবদ্ধভাবে নাঈম কিবরিয়ার ওপর হামলা চালানো হয়।তাকে নির্মমভাবে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার বাসিন্দা এবং তিনি গোলাম কিবরিয়ার ছেলে।তার অকাল মৃত্যুতে পাবনার আইনজীবী মহলসহ সহকর্মীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন,বসুন্ধরা আবাসিক এলাকায় সাম্প্রতিক সময়ে মব সন্ত্রাস ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান,ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এ ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মানবাধিকারকর্মী ও আইনজীবীরা এ ঘটনাকে ‘মব জাস্টিসের ভয়াবহ উদাহরণ’ আখ্যা দিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

















