সারাদেশ

বরিশাল খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তা মামুনের দৌড়ঝাঁপ

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫০:৩৬ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় আব্দুল্লাহ আল মামুনকে ওসিএলএসডি পদে দায়িত্ব দেয়া হলে চাউল চুরিসহ নানা কিসেমের অপরাধ করেও উপরস্থ কর্মকর্তাদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে ধরাছোঁয়ার বাইরে রয়েছে।তার অপরাধের রাস্তা বেড়েই চলছে। মামুনের চাউল চুরির সিন্ডেকেটের সাথে জড়িত রয়েছে জেলা উপজেলার কর্মকর্তারাও।

অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালে মামুন প্রথম খাদ্য পরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পর ২০১১ সালে পটুয়াখালী সদর খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন পান। গোডাউনে দায়িত্ব গ্রহনের পর থেকেই বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পরেন তিনি। ট্রলার যোগে ২০ মেট্রিকটন গম পাচার কালে তৎকালীন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক ও পটুয়াখালী পুলিশ তাকে গমসহ হাতে নাতে ধরে ফেলে। সিন্ডেকেট কর্মকর্তাদের তদবিরে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেন।

পরবর্তীতে তাকে খেবুপাড়া খাদ্য গুদামে ওসিএলএসডি হিসেবে বদলি করা হলে গুদামের চাউল চুরির ঘটনা কেন্দ্র করে শ্রমিকদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হলে শ্রমিকদের হাতে গণধোলাইয়ে শিকার হয়।

সুত্রের দাবি, অসাধু ওই কর্মকর্তা মোটা অংকের টাকার বিনিময়ে ফের ওসিএলএসডি হিসেবে যোগদানের জন্য আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছে।

আরও খবর

Sponsered content