সারাদেশ

বরিশালে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৮:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি॥ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশালে পালিত হয়েছে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিষ্ঠানটির লোগোতে আমাদের লাল সবুজ রয়েছে। মূল শ্লোগান মুক্তিযুদ্ধের চেতনা যেন টেলিভিশন বাংলার মাটি ও মানুষের কথা বলবে। এটাই আমরা বিশ্বাস করি। বৈশাখী টেলিভিশন আগমীতেও বঙ্গবন্ধুর অসাম্প্রদায়ীক বাংলাদেশ বিনির্মানে সাধারণ মানুষের মুখপাত্র হয়ে কাজ করবে। বস্তুনিষ্ঠ সংবাদের কারণে টেলিভিশনটি দেশের জনগনের মন জয় করেছে। বক্তব্য সভা শেষে অতিথিরা কেক কেটে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘড়াই, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, নাট্য জন কাজল ঘোষ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন ,নারী নেত্রী কহিনুর বেগম, নিগার সুলতানা হনুফা, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, যুগ্ম-সম্পাদক মুশফিক সৌরভ, কোষাধক্ষ্য বশির আহম্মেদ, প্রচার ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, আলী খান জসিম। সাবেক সম্পাদক কামরুল আহসান। সাবেক যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম রবি। সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক অলিউল ইসলাম ও আরিফ সুমন। বিআরইউ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, মাছুম শরীফ, আবুল বাসার, বিপ্লব কর্মকার, রাসেল পারভেজ সোহাগ, প্রদীপ উকিল, পারভেজ রাসেল, জিয়াউল করিম মিনার, রাজিব কুমার দাস টিটু, আমিনুল ইসলাম শুভ, এন আমিন রাসেল প্রমুখ।

আরও খবর

Sponsered content