আবহাওয়া বার্তা

বঙ্গোপসাগরে লঘুচাপ, যা বলছে আবহাওয়া অধিদফতর

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২২ , ১:০০:৫৩ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট।। বঙ্গোপসাগরে লঘুচাপ, যা বলছে আবহাওয়া অধিদফতর হেমন্তের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দেখা মিলছে। এরইমধ্যে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে,ফলে সারা দেশের আকাশ মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।একইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কুয়াশা পড়তে পারে।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তনের ইঙ্গিত দেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content