সারাদেশের খবর

প্রতারণার অভিযোগে বেনাপোল চেকপোস্ট এলাকার ১০টি দোকানে তালা

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৪:০৮:৪৩ প্রিন্ট সংস্করণ

বেনাপোল প্রতিনিধি।।ভ্রমণকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বেনাপোল চেকপোস্ট এলাকার ১০টি দোকানে তালা দিয়েছে পুলিশ। আজ বুধবার (২২ নভেম্বর) শারমিন ও জাকির নামে দুজন ভ্রমণকারীর থেকে প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে এসব দোকান বন্ধ করে দেওয়া হয়। এর আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্রুত পাসপোর্টের কাজ করিয়ে দেওয়ার কথা বলে বাস স্ট্যান্ড, রেল ষ্টেশন ও বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনের এসব দোকানে যাত্রীদের বসাতো প্রতারকরা। পরে টাকা নিয়ে জাল ভ্রমণ কর রশিদ তৈরি এবং সঙ্গে থাকা টাকার নম্বর লেখার অজুহাতে যাত্রীদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও এমন অভিযোগে কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। যাত্রীদের নিরাপত্তায় পুলিশের এ অভিযান চলবে।

আরও খবর

Sponsered content