ব্যবসা ও বাণিজ্য সংবাদ

পেঁয়াজ বর্তমানে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

  প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৬:০৮:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি।।কোরবানির ঈদের আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছে আমদানিকারকরা।শনিবার (১৭ জুন) একদিনেই বন্দর দিয়ে ৬৩টি ট্রাকে ১ হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে,বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়তি থাকায় দাম কমা অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত বৃহস্পতিবার বন্দরে ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়।এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা বৃহস্পতিবার ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা আইনাল হোসেন বলেন,বর্তমানে বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে।এতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।গত বৃহস্পতিবার আমরা বন্দর থেকে যে পেঁয়াজ প্রকারভেদে ২৭-৩০ টাকা কেজি দরে ক্রয় করে মোকামে পাঠিয়েছিলাম। সেই পেঁয়াজ শনিবার আরও কমে ২৫-২৭ টাকা কেজি দরে ক্রয় করে মোকামে পাঠিয়েছি।পেঁয়াজের দাম কম থাকায় পুঁজি কম লাগায় আমাদের কিনতে সুবিধা হচ্ছে তেমনি পাঠাতেও সুবিধা হচ্ছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘গত ৫ জুন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা।আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। এ সময়ে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে সেই কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা।পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে কোরবানির ঈদে পেঁয়াজের দাম বাড়বে না।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,গত ৫ জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।তবে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণটা দিন দিন বাড়ছে।গতকাল শনিবার বন্দর দিয়ে একদিনেই ৬৩টি ট্রাকে ১ হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচা ও পচনশীল পণ্য গরমে অতিদ্রুত পচে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।সে কারণে কাস্টমসের পরীক্ষণ শেষে দ্রুত যেন আমদানিকারকরা পেঁয়াজগুলো ছাড়করণ নিতে পারে সে লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজ করছে।’

আরও খবর

Sponsered content