অপরাধ-আইন-আদালত

পাচারকারীদের কবলে অভয়নগরের মেয়ে খাদিজা, অসহায় মা যে কোন ভাবে মেয়েটিকে ফেরত চাই

  প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৭:০৫:২৭ প্রিন্ট সংস্করণ

অভয়নগর (যশোর)প্রতিনিধি।।যশোরের অভয়নগরের মেয়ে খাদিজা খাতুন(২২) পাচারকারীদের কবলে, অসহায় মা,বাবা যে কোন উপায়ে মেয়েকে ফেরত পেতে চাই। সরেজমিনে জানা গেছে,প্রাই তিনমাস আগে উপজেলার গুয়াখোলা (প্রফেসরপাড়া) এলাকার ইউনুস শেখের মেয়ে খাদিজাকে কেবা কারা পরিবারের অগোচরে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়।

ওই অসহায় গরীব পরিবারের সবাই বিভিন্ন স্থানে খোঁজ করে খাদিজার কোন সন্ধান না পেয়ে খুবই অসহায় হয়ে পড়ে। হঠাৎ গত ১২ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে খাদিজার মায়ের মোবাইল ০১৯০৮২০১৬৮৪ নম্বরে হৃদয় নামে এক ব্যক্তি +৯১৪১১৬৬২৭৭৯৪ নম্বর থেকে ফোন করে জানান, যে আপনার মেয়ে ভারতে আছে সে এখন ভারতের দমদম কারাগারে আছে।এমন খবর পেয়ে অসহায় গরীব মা সন্তান খাদিজার জন্য পাগল প্রাই হয়ে পড়েছে।

এবিষয়ে ভুক্তভোগী মেয়েটির মা নাছিমা বেগম বাদি হয়ে, অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করলেও সে অভিযোগ আলোর মুখ দেখেনি বলে জানা যায়।অন্যদিকে খাদিজার মা বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে, মেয়েকে ভারত থেকে ফেরত আনার মতো ক্ষমতা ওই পরিবারের নেই।

এবিষয়ে পাচার হয়ে যাওয়া মেয়েটির মা কান্না জড়িত কন্ঠে বাংলাদেশ সকল মানবাধিকার সংগঠন গুলোকে তার মেয়েকে পাচারকারীদের কবল থেকে উদ্ধার করতে,এগিয়ে আসার জন্য আহবান জানিয়ে কান্নায় ভেঙে পড়ে।

এবিষয়ে অভয়নগর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, অভিযোগ অনেক আগে হয়েছে,কিন্তু মেয়েটি ভারত পাচার হয়ে গেছে,যে কারনে কিছুই করতে পারছিনা,তা ছাড়া কারা মেয়েটিকে পাচার করলো সে বিষয়ে আসামিদের নাম না পেলে কিছুই করা সম্ভব হচ্ছে না।

আরও খবর

Sponsered content