জাতীয়

পদ্মা সেতু গৌরবোজ্জ্বল সোনালী অহংকার

  প্রতিনিধি ২৪ জুন ২০২২ , ৫:২৮:১৩ প্রিন্ট সংস্করণ

সুবর্ণচর প্রতিনিধি:- পদ্মা সেতু বাঙালির ইতিহাসে একটি মাইলফলক। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই সেতু বাঙালির জীবনের একটি বড় অর্জন। এই সেতুর সাথে মিশে আছে ১৭ কোটি বাঙালির সুখ-দুঃখ আর আর্থ-সামাজিক মুক্তির সোপান।

পদ্মা সেতু সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজ সেবক কাজী নজরুল ইসলাম (চরজব্বার হাসপাতালের জন‍্য ভূমি দানকারী বীর মুক্তিযোদ্ধা মাওলানা মোঃ হাবিব উল‍্যাহ মিয়ার সন্তান) বলেন, পদ্মা সেতু এখন আর বাঙালির কাছে স্বপ্ন নয়। পদ্মা সেতু এখন বাঙালির কাছে এক গৌরবোজ্জ্বল সোনালী অহংকার। এই পদ্মা সেতুই আবার বিশ্বকে জানান দিল বাঙালিদেরকে দাবিয়ে রাখা সম্ভব নয়। খরস্রোতা পদ্মার বুকে মাথা উচুঁ করে রয়েছে স্বপ্নের সেতুটি।

তিনি আরো বলেন, পদ্মা সেতু যানজটমুক্ত, ঝামেলাবিহীন সড়ক ও ট্রেন যোগাযোগে দক্ষিণ বঙ্গসহ সারা দেশের মানুষের ভালো লাগা আর ভালোবাসার প্রতীক। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে দেশে আমূল পরিবর্তন ঘটবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখবে এ সেতুটি।

আরও খবর

Sponsered content