জাতীয়

পদ্মা সেতুতে নিয়ম ভঙ্গের দায়ে ১০ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৫:০৯:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পদ্মা সেতুতে নিয়ম ভঙ্গের দায়ে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দশ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন জানান, সেতুতে ৬০ কিলোমিটারে চলাচলের নির্দেশনা থাকলেও ১১০ কিলোমিটারে চলাচলের জন্য একটি বাস,তিনটি প্রাইভেট কার ও একটি পিকআপকে জরিমানা করা হয়।এছাড়া সার্ভিস লেন ক্রস করে মূল লেনে চলে আসায় তিনটি মোটরসাইকেল এবং সেলফি তোলার কারণে অন্য দুটি মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়।

পুলিশ সুপার আরও বলেন,সেতুর সার্ভিস লেনে অস্থায়ীভাবে ডিভাইডার দেয়া হয়েছে,এগুলোও ধীরে ধীরে তুলে ফেলা হবে।মার্কিন করা সার্ভিস লেনেই বাইকরা নিয়ে মেনে চলাচল করবে বলেই আমাদের বিশ্বাস।সেতুতে চলাচল করা সব যানবাহনের মনিটরিং চলছে।

মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান,সেতুতে যানবাহনকে নিয়ম শৃঙ্খলায় আনার চেষ্টা চলছে। এতে সেতুতে দুর্ঘটনা কমবে আসবে।

এর আগে ৫৭টি মোটরসাইকেল,দুটি প্রাইভেট কার ও একটি পিকআপকে ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও খবর

Sponsered content