রাজনীতি

নেতা-কর্মীদের মুক্তি এবং ‘অবৈধ সংসদ বাতিলের’ দাবিতে দুই দিন কালো পতাকা মিছিল করবে-বিএনপি

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৪ , ২:১০:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম, কারবন্দি নেতা-কর্মীদের মুক্তি এবং ‘অবৈধ সংসদ বাতিলের’ দাবিতে দুই দিন কালো পতাকা মিছিল করবে বিএনপি।

রোববার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আগামী ২৬ জানুয়ারি শুক্রবার কালো পতাকা মিছিল হবে সকল জেলা সদরে এবং ২৭ তারিখ শনিবার মিছিল হবে সকল মহানগরে।”

দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম কর্মসূচি ঘোষণা করল বিএনপি।

রিজভী বলেন, “দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সকল রাজবন্দির মুক্তি,সকল মিথ্যা মামলা প্রত্যাহার,অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল হবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ।অন্যদিকে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছে।

নির্বাচন সামনে রেখে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন সংঘর্ষের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের কর্মসূচি দেয় বিএনপি।এসব কর্মসূচি চলাকালে সহিংসতার ঘটনা ঘটেছে সারা দেশে। ভোটের দিন ও এর আগের দিনও হরতাল ডেকেছিল দলটি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক,কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ,আসাদুল করীম শাহিন,মীর নেওয়াজ আলী, তারিকুল ইসলাম তেনজিং,আমিনুল ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলামসহ আরও অনেক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content