সারাদেশ

দৌলতপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাত্র ১৪ বছরে ডিগ্রি পাস

  প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ৫:৪৫:১৪ প্রিন্ট সংস্করণ

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি।।সনদ বা নিবন্ধনের কোনো কপি দেওয়া হয় না বা বিধিমালায় নেই বলে চাওয়াও হয় না।’

একজন প্রার্থী ১৫ বছরেরও কম সময়ে ডিগ্রি পাস করেছেন,হলফনামায় উল্লেখ ও সংযুক্ত করা সেই ডিগ্রি পাসের সনদ দেখে প্রশ্ন তোলা যেত কি না,এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,শিক্ষাগত সনদের শেষ সনদের কথা বলা হয়েছে।হলফনামায় সেটাই সংযুক্ত করা হয়েছে।সার্টিফিকেটে উল্লেখ করা বয়স ও এনআইডিতে উল্লেখ করা বয়স যদি ভিন্ন হয় এবং কেউ অভিযোগ করে,আমরা সেটা তদন্ত করে দেখবো।তারপর বলা যাবে পরবর্তী পদক্ষেপ কী হবে এবং নির্বাচনের আগেই তা দেখবো।’

অভিযোগের বিষয়ে প্রার্থী বুলবুল আহমেদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া মেলেনি।

দৌলতপুর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল ২১ এপ্রিল।তা যাচাই-বাছাই হয় ২৩ এপ্রিল। ২৬ এপ্রিল ছিল আপিলের তারিখ।প্রত্যাহারের তারিখ ছিল ৩০ এপ্রিল।আর প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২ মে।আগামী ২১ মে এ উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন।

আরও খবর

Sponsered content