সংবাদ বিজ্ঞপ্তি

দেশব্যাপী মাইটিভি লিঃ এ জনবল নিয়োগ চলছে

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৪ , ২:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

প্রেস বিজ্ঞপ্তিঃ মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিলকিস জাহান (প্রকৃত মালিক) এর পরিচালনায়,আগের ন্যায়, নতুন আঙ্গিকে,নতুন ধারায়,দেশব্যাপী মাইটিভি লিঃ এ জনবল নিয়োগ চলছে।

আপনি কি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের প্রেজেন্টার হতে চান?
‘মাইটিভি’ খুঁজছে আপনাকে

যা থাকতে হবে আপনার মধ্যেঃ-

* বুদ্ধিমত্তা।
* বাংলা ও বিদেশি শব্দের শুদ্ধ উচ্চারণে দক্ষতা।
* সমসাময়িক বিষয় সম্পর্কে ভাল ধারণা।
* বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব।

মাইটিভিতে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ
স্থানে এবং বিদেশে (প্রবাসে) জরুরি
ভিত্তিতে প্রতিনিধি/সংবাদকর্মী
নিয়োগ দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম স্নাতক।
সাংবাদিকতায় অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

★ দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম মাইটিভি লিঃ মিডিয়া বিভাগে ‘নিউজরুম এডিটর’ ও ‘সোশ্যাল মিডিয়া ম্যানেজার’ পদে সংবাদকর্মী নিয়োগ দেয়া হবে। সাংবাদিকতা পেশার প্রতি বিশেষ আগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমের কন্টেন্ট সম্পর্কে ধারণা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করার আত্মবিশ্বাস থাকলে আবেদন করতে পারবেন যেকেউ।

নিউজরুম এডিটর’-এর জন্য আবেদনের যোগ্যতাঃ সহজ বাংলায় গুছিয়ে লেখার দক্ষতা নির্ভুল বানান ও বাক্য গঠনের সক্ষমতা সমসাময়িক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহ শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি থাকা কম্পিউটারের বেসিক ধারণা। ন্যূনতম স্নাতক পাস।

কাজের বিবরণী: সংবাদ ডিজিটাল প্লাটফর্মের জন্য প্রস্তুত করা ডিজিটাল কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে যথাযথ শিরোনামে পাবলিশ করা। সোশ্যাল মিডিয়ায় প্রতিটি স্টোরির জন্য আকর্ষণীয় থাম্বনেইল প্রস্তুত করা। সময়ের সাথে পাল্লা দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার সামর্থ্য থাকা দিনে-রাতে যেকোনো সময় ডিউটি করার মানসিকতা।

সোশ্যাল মিডিয়া ম্যানেজার’-এর জন্য আবেদনের যোগ্যতা:
কম্পিউটারের বেসিক ধারণা
সোশ্যাল মিডিয়া সম্পর্কে বেসিক ধারণা
ওয়েব টুলস ও অ্যাপস সম্পর্কে সম্যক ধারণা কমিউনিকেশন স্কিলে দক্ষ হওয়া
ন্যূনতম স্নাতক পাস।
কাজের বিবরণী: কখন কোন সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি) কোন ধরনের কনটেন্ট যাবে, তা নির্বাচন করা কোন ধরনের অডিয়েন্স কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে, তারওপর ভিত্তি করে নিজের পণ্যের বাজার তৈরি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে এবং ব্র্যান্ডের মেসেজ যথাযথভাবে অডিয়েন্সের কাছে যেন পৌঁছায়, সেদিকে খেয়াল রেখে বিপণনের উদ্দেশে প্রচার কার্যক্রমগুলো ডিজাইন করা
কনটেন্টগুলো উপযুক্ত অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, তা বিভিন্ন টুলসের মাধ্যমে পরিমাপ করা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভাইরাল ও ট্রেন্ডি কনটেন্ট পর্যালোচনা করা এবং সেই অনুযায়ী ক্রিয়েটিভ টিমের সঙ্গে আলোচনা করে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে হবে।

এছাড়া প্রতিটি বিভাগে শুন্যপদে বিভাগীয় ব্যুরো চিফ, জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

★ বেসরকারি টিভি চ্যানেল ‌‌‘মাইটিভি’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ স্টাফ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, নিউজ এডিটর, ক্যামেরাম্যান।
পদের সংখ্যা নির্ধারিত না।
আবেদনের যোগ্যতাঃ-
স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে। তবে সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। এছাড়াও স্ক্রিপ্ট রাইটিং ও সোশ্যাল মিডিয়ায় ফটো ক্যাপশন দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
বেতনঃ-
আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানটির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহীরা আবেদন করতে পারেন ।

মফস্বল প্রতিনিধিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাঃ-

★ শিক্ষাগত যোগ্যতা (ব্যুরো চিফ) : মাস্টার্স সমমান।
★ শিক্ষাগত যোগ্যতা (জেলা প্রতিনিধি) : স্নাতক সমমনা।

★ শিক্ষাগত যোগ্যতা ( উপজেলা প্রতিনিধি) : এইচ এস সি সমমান।

★★ সকল আবেদনকারীদের ক্ষেত্রে অভিজ্ঞতার উপর শিক্ষাগত যোগ্যতা শিতিল যোগ্য হবে।

ই-মেইলে আবেদন পত্র, ছবি, পূর্বের কাজের অভিজ্ঞতাসহ বায়োডাটা পাঠাতে পারবেন।

সিভি মেইল করুনঃ mytvlimited116@gmail.com

আবেদনের শেষ সময়ঃ-১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং

যোগাযোগঃ- প্রধান কার্যালয়ঃ ৮৬ শেরে এ বাংলা রোড, জিগাতলা, ধানমন্ডি, টেনারির মোড়, ঢাকা-১২০৯
মোবাইলঃ ০১৬৭৬-৯৪১২১১

আরও খবর

Sponsered content