সারাদেশ

থানায় অভিযোগ দিবো না, কারণ পুলিশ চোর ধরতে পারে না- আল্লাহ কাছে বিচার দিলাম

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ১২:৫০:২৮ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি।।আমার শখের গরু চুরি করে নিয়ে গেছে।পাহাড়ে জবাই করে হাড়ঁগুলো রেখে গোস্ত নিয়ে গেছে তারা।আমি থানায় অভিযোগ দিবো না,কারণ পুলিশ চোর ধরতে পারে না।আমি আল্লাহ কাছে বিচার দিলাম।’

থানা পুলিশের ওপর আস্থা হারিয়ে এভাবেই নিজের চুরি হওয়া গরুর কথা বলতেছিলেন চট্টগ্রামের আনোয়ারার কালু মিয়া।

সোমবার (১৭ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার ১নম্বর বৈরাগ ইউনিয়নের খানবাড়ী এলাকার কালু মিয়ার এক‌টি পিজিএন গাভী নিয়ে যায় দুর্বৃত্তরা।পরে পাহাড়ে গরুটি জবাই করে হাড়ঁগুলো রেখে গোস্ত নিয়ে যায় তারা।

কালু মিয়া স্থানীয় মৃত ইসলাম খানের ছেলে।তিনি বেশ কয়েক বছর ধরে গরু পালন করে আসছে।

কালু মিয়া বলেন,আমার ঘরের সামান্য দূরত্বে গরুর গোয়াল ঘর।সেখানে দু’টি গরু ছিল।রাত ৪টার দিকে কে বা কারা আমার একটি গরু নিয়ে যায়।পরবর্তী সকালে পাহাড়ে গরুটির মাথা,পা এবং হাড়গুঁলো পাওয়া যায়।আমি এসব মানুষদের দিয়ে ফেলি।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন,আমি যোগদান করার পর থেকে যেভাবে জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জুয়াড়িদের দমন করা হচ্ছে ঠিক একইভাবে গরু চুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।আর বৈরাগের গরু চুরির বিষয়টি এখনো শুনি নাই আমি এবিষয়ে খবর নিচ্ছি।

আরও খবর

Sponsered content