আন্তর্জাতিক

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে অটল রয়েছে-যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ১ মার্চ ২০২৪ , ৫:১৪:১৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাষ্ট্র।দেশটির কাছে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন বাতিলের প্রচেষ্টায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মার্কিন সিনেটে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়।এতে ওই প্রস্তাবের বিরুদ্ধে ৭৯টি এবং পক্ষে ১৩টি ভোট দিয়েছেন সদস্যরা।ন্যাটোতে সুইডেনের সদস্যতায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সম্মতি জানানোর পরই দেশটির কাছে ২ হাজার ৩ কোটি ডলার মূল্যের যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছিল দেশটি।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে এই অনুমোদন বাতিলের প্রচেষ্টায় বৃহস্পতিবার সিনেটে একটি প্রস্তাব রাখেন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল। ভোটের আগে,তুর্কি সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন,দেশটির কাছে অস্ত্র বিক্রয় করা মানে তাদের ‘দুর্ব্যবহার’কে আরও উত্সাহিত করা।

তবে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি যারা সমর্থন করছেন তাদের কথা,ন্যাটো মিত্রের কাছে দেওয়া কথা রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।

গত ২৬ জানুয়ারি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি অনুমোদনের ঘোষণা করেছিল বাইডেন প্রশাসন। ওই চুক্তির আওতায় ৪০টি নতুন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ এবং ৭৯টি তুর্কি এফ-১৬ বিমানের আধুনিকীকরণ কিট অন্তর্ভুক্ত ছিল।

২০২১ সালে প্রথম ওই যুদ্ধ বিমান ক্রয়ের আবেদন জানিয়েছিল তুরস্ক।তবে এরইমধ্যে সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে জোটটিতে উত্তেজনা ছড়ালে তুরস্ককে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র।

তুরস্কের আপত্তি ছিল,সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে ও তাদের আশ্রয় দিয়ে থাকে সুইডেন।

তবে এক বছরেরও বেশি সময় বিলম্বের পর তুর্কি সংসদ সদস্যরা জানুয়ারিতে সুইডেনের আবেদনপত্রের অনুমোদন দিলে তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও খবর

Sponsered content