আন্তর্জাতিক

চীন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে জাপান

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৩:০৭:৩২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।চীন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে জাপান।শুক্রবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেওয়া এক ভাষণে এমন আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।শনিবার এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেইজিংয়ের দিক থেকে উদ্ভূত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে ওয়াশিংটনের সঙ্গে টোকিওর মৈত্রী বাড়ানোর উদ্দেশে যুক্তরাষ্ট্রে এ সফরে গেছেন কিশিদা।জনস হপকিন্সে দেওয়া ভাষণে তিনি বলেন,জাপান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বেইজিং।কেননা,আন্তর্জাতিক শৃঙ্খলার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ওয়াশিংটন ও টোকিওর চেয়ে আলাদা।

ফুমিও কিশিদা বলেন,‘চীনের সঙ্গে আমাদের নিজ নিজ সম্পর্কের বিষয়টি সামাল দিতে জাপান,যুক্তরাষ্ট্র ও ইউরোপের একতাবদ্ধ হওয়া একান্তভাবে অপরিহার্য।’

তিনি বলেন,আন্তর্জাতিক সম্প্রদায় একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে রয়েছে।যে অবাধ,উন্মুক্ত ও স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখতে আমরা নিজেদের উৎসর্গ করেছি সেটি এখন মারাত্মক বিপদের মধ্যে রয়েছে।’

আরও খবর

Sponsered content