ইসলাম ও জীবন

তাবলিগ জামাতের দুই পক্ষকে সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেছেন-জেলা প্রশাসন

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৪ , ২:২৬:৪৪ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি।।পূর্বসিদ্ধান্ত অনুযায়ী তাবলিগ জামাতের দুই পক্ষ মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের নিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসন ও মহানগর পুলিশ।

আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মাঠ ঘুরে দেখেন তাঁরা।পরে দুই পক্ষকে নিয়ে সভা করেন তাঁরা।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে।তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চার দিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি।সে হিসেবে এখন মাঠে অবস্থান করছেন মাওলানা জুবায়ের অনুসারীরা।

পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৯টার দিকে ইজতেমা মাঠের ১ নম্বর ফটকে জড়ো হন মাওলানা সাদ অনুসারীদের শীর্ষস্থানীয় মুরব্বিরা।পরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলমগাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতিতে তাঁরা মাঠ পরিদর্শন করেন।

সরেজমিন দেখা যায়,গাজীপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মাঠে প্রবেশ করেছেন সাত থেকে আটজন সাদ কান্ধলভীর অনুসারীরা।তাঁরা প্রথমে মাঠের মঞ্চ (যেখান থেকে বয়ান হয়) ঘুরে দেখেন।পরে পর্যায়ক্রমে বিদেশিদের মেহমান খানা, রান্নার জায়গাসহ আনুষঙ্গিক কাজ ঘুরে দেখেন।এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জুবায়ের অনুসারী শীর্ষস্থানীয় মুরব্বিরা। একপর্যায়ে সাদ অনুসারীরা নিজেদের দাবিদাওয়া ও শর্ত তুলে ধরেন।

সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘প্রতিবছর মাওলানা জুবায়ের অনুসারীরা আগে ইজতেমা করেন।তাঁদের ইজতেমা শেষে আমরা সময় পাই মাত্র দুই দিন। এই অল্প সময়ে নতুন করে মাঠ গুছানোর সময় থাকে না।এ কারণে আমরা এসেছি মাঠের কাজ কতটুকু এগিয়েছে,তা দেখার জন্য।গত বছর মাঠ দেখাকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল,তাই এবার সরকারের সিদ্ধান্ত ছিল তাবলীগের দুই পক্ষকে নিয়ে গাজীপুরের প্রশাসন ইজতেমা ময়দান কাজের প্রস্তুতি পর্যবেক্ষণ করবে।মাঠের কাজে কোনো ত্রুটি আছে কি না,তা দেখা হবে।তাই আমরা আজ মাঠ দেখতে এসেছি।’

একইভাবে মাওলানা জুবায়ের অনুসারীদের শীর্ষ পর্যায়ের মুরব্বি খন্দকার মেজবাহ উদ্দিন বলেন,‘আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে।প্রশাসনের লোকজন এসেছেন মাঠ পরিদর্শনে।আমরা তাঁদের সব রকম সহযোগিতা করেছি।পাশাপাশি আমরাও নানা বিষয়ে কথা বলেছি।’

মাঠ পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে দুই পক্ষের মুরব্বিদের নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা করেন মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।সেখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন,ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা।

সভা শেষে পুলিশ কমিশনার মো. মাহবুব আলম সাংবাদিকদের বলেন,পূর্বসিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ দুই পক্ষের মুরব্বিদেরকে নিয়ে ইজতেমা মাঠ পরিদর্শন করেছি। পরে তাঁদের যেসব চাওয়া–পাওয়া বা আপত্তির বিষয় ছিল, আমরা সেসব সমাধান করার চেষ্টা করেছি।এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো।দুই পক্ষই আমাদের সহযোগিতা করেছে।’

আরও খবর

Sponsered content