অপরাধ-আইন-আদালত

তাড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণকারী ৭০ বছরের নাজিম উদ্দিন গ্রেফতার

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ১০:২৭:২২ প্রিন্ট সংস্করণ

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি।।কিশোরগঞ্জের তাড়াইলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) দিনগত রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে তাড়াইল পুলিশ।

অভিযুক্ত আজিম উদ্দিন একই এলাকার মৃত আফসর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে চার বছর বয়সী শিশুটিকে তার প্রতিবেশী চাচাতো দাদা আজিম ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা মামলা করেন।

মামলার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টির নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content