জাতীয়

ঢাকা-ভাঙ্গা রেল পথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ১২:২৯:৩৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশন থেকে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু পর্যন্ত গেছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৩২ কিলোমিটার পাড়ি দিয়ে বেলা পৌনে একটার দিকে ট্রেনটি পদ্মা স্টেশন পার হয়ে ভায়াডাক্টে যায়। পরীক্ষামূলক ট্রেনটি এখন সেখানেই অবস্থান করছে।

ভাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক ট্রেনটি বিশেষ আকৃতিতে নির্মিত একটি বিশেষ রেল ইঞ্জিন। এটি ‘গ্যাংকার’ নামে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী-সিএসসির (কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট) সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ‘ডর্প’ এটি বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, আগামী ২০২৩ সালের ২৫ জুন ঢাকা-ভাঙ্গা রেল পথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

আরও খবর

Sponsered content