অপরাধ-আইন-আদালত

টেকনাফ ও মিয়ানমারে চালু হল “মানুষ বন্ধক” রেখে ইয়াবা ব্যবসা করতে!

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ১:৩৭:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-এতদিন জানতাম “সম্পদ বন্ধক” রেখে ব্যবসা পরিচালনা করে। এখন টেকনাফ ও মিয়ানমারে চালু হল “মানুষ বন্ধক” রেখে ইয়াবা ব্যবসা করতে!

টেকনাফের সাবরাং মুন্ডারডেইল এলাকার আলী হোছন নামের এই লোককে মিয়ানমারে এভাবে বন্ধক রেখে বাকীকে ইয়াবা এনে ব্যবসা করত একদল মাদক কারবারি।

কিন্তু লোকটার অপর একটা ভিডিও ক্লিপ অনুযায়ী জানলাম, তাকে গাছের ব্যবসার কথা বলে মিয়ানমারে পাঠানো হয়েছিল। সে বন্ধক রাখার ব্যাপারটা জানত না। এখন এখানকার মাদক কারবারিরা তাদেরকে টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় আলী হোছন নামক এই লোককে নির্যাতন করে ভিডিও প্রকাশ করে টাকা দাবী করে মিয়ানমারের কিছু মাদক কারবারি। ভিডিওতে রাখাইন ভাষা শোনা যাচ্ছে।

প্রশাসন এই মাদক কারবারিদের বিরুদ্ধে তেমন কার্যকর পদক্ষেপ নিতে পারতেছে না বলেই এই মাদক ব্যবসায়ীরা মধ্যযুগীয় কায়দায় দিন দিন এরকম জঘন্য পর্যায়ে চলে গেছে।

আরও খবর

Sponsered content