অপরাধ-আইন-আদালত

টেকনাফ আর্মড পুলিশের অভিযানে রোহিঙ্গা সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার

  প্রতিনিধি ৮ মে ২০২২ , ১২:০০:৩২ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার জেলা প্রতিনিধি:-কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ১৬ এপিবিএন ফোর্সের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী রোহিঙ্গা শালমান শাহ্ গ্রুপের সক্রিয় সদস্য (সাদেক) ২২ নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শনিবার (০৭’এ মার্চ) সন্ধ্যা ৬:৫০ টার সময়, তাকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে গ্রেফতার করে।

এপিবিএন ১৬ এর সহকারী পরিচালক মোঃ তারিকুল ইসলাম তরিক এর নির্দেশে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর ব্লক-বি, শেড-১১৩৩/০৫, এমআরসি- ২৫৬৫০, ফজল আহমদের পুত্র:সাদেক (২২)কে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি সাদেক সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য এবং টেকনাফ মডেল থানার মামলা নং-১৩, তারিখ-০৫/০৫/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, এবং মামলা নং-১৪, তারিখ-০৫/০৫/২০২২ খ্রিঃ, ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের 19-A-f, এর এজহারনামীয় পলাতক আসামী বলে জানায়, ১৬ এপিবিএন এর সহকারী পরিচালক।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায়
হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content