সারাদেশের খবর

টি.এ ক্যাডেট একাডেমিক এন্ড রেসিডেন্সিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ১০:৪০:৩৬ প্রিন্ট সংস্করণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:-আজ বৃহস্পতিবার(৫জানুয়ারি ২০২৩) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পৌর শহর ১নং ওয়ার্ড বোয়ালিয়া শিববাড়িতে অবস্থিত জব্বার শিক্ষা পরিবারের তৃতীয় শাখা টি.এ ক্যাডেট একাডেমিক এন্ড রেসিডেন্সিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম টি আই আহাদ এর সঞ্চালনায় এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এ এইচ এম আতিকুল ইসলাম আতিক স্যারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিসেস ইসমে তারা আতিক,পরিচালক তৌহিদ এন্ড তানভীর লাইছিয়াম স্কুল,রাবেয়া বাসুরী প্রিন্সিপাল তৌহিদ এন্ড তানভীর লাইছিয়াম স্কুল,মোফাত্তিহাল জান্নাত প্রিন্সিপাল টি.এ ক্যাডেট একাডেমিক এন্ড রেসিডেন্সিয়াল স্কুল,মোঃ রেজওয়ান মন্ডল,বিএসসি চিএসই,অত্র প্রতিষ্ঠান সহকারী শিক্ষক রুম্পা আক্তার রুপা,সালমা বেগম,শ্রীমতি স্বপ্না রানী, চুমকি সরকার,মোছাঃ জান্নাতি আক্তার এবং সকল অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাবু কালা মানিক দেব সাংগঠনিক সম্পাদক গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম।

আরও খবর

Sponsered content