রাজনীতি

জানাজা ইস্যুতে হাদিকে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা,এক নজরে মিল ও পার্থক্য

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:৪১:৪০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।হাদির জানাজা ইস্যুতে তাঁকে বারবার বাংলাদেশের প্রতিষ্ঠাতার সঙ্গে তুলনা করা হচ্ছে।দেখে নেওয়া যাক দুজনের মধ্যে মিল ও পার্থক্য।

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হাদি দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

২. দুজনেই তাঁদের স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন;তবে হাদির ভালোবাসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত।

৩. বঙ্গবন্ধুকে সমগ্র বিশ্ব চেনে ৭ই মার্চের ভাষণ “এবারের সংগ্রাম,মুক্তির সংগ্রাম” এর জন্য।হাদিকেও একটি বিখ্যাত ভাষণের জন্য চেনে,যা সমালোচকরা এবং সমর্থকরা উল্লেখ করেন।

৪. বঙ্গবন্ধুর খুনিরা হত্যার পর ক্ষমতায় বসেছিল, আর হাদির খুনিরা ক্ষমতায় বসেই তাঁকে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে।

৫. দুজনের কাছেই বিশ্বস্ত হিসেবে পরিচিত কিছু লোক বেইমানি করেছে—বঙ্গবন্ধুর ক্ষেত্রে মোস্তাক,হাদির ক্ষেত্রে সাদিক কায়েম।

৬. বঙ্গবন্ধুর খুনিরা তাঁর লাশ নিয়ে রাজনীতি করেনি এবং জানাজা দেওয়ার জন্য এক ঘণ্টারও বেশি সময় দেননি। হাদির ক্ষেত্রে,খুনিরা লাশ নিয়ে রাজনীতি করেছে,দাফনের প্রস্তুতির জন্য সাত দিন সময় নিয়েছে এবং জানাজা আয়োজন করেছে।

৭. বঙ্গবন্ধুর খুনিরা ছোট সন্তানকেও হত্যা করেছিল; হাদির খুনিরা তাঁর স্ত্রী ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করেছে।

৮. বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন, তবে হাদি নামের কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় সাধারণ মানুষের কাছে সুস্পষ্ট নয়।

এই তুলনা সামাজিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আলোচিত হচ্ছে।বিশেষজ্ঞদের মতে,মিল থাকলেও ইতিহাস ও প্রভাবের দিক থেকে দুইজনের অবস্থান ভিন্ন।

আরও খবর

Sponsered content