রাজনীতি

জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট শিবির নেতা গ্রেফতার

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৪:২২:৪৪ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় শোক দিবস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় সাবেক শিবির নেতা সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় বুধবার (১৬ আগস্ট) পাঁচজনকে আসামি করে মামলা করেন ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব।

মামলার আসামিরা হলেন: ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ শিমু (৩৫),উপজেলার দলদলি ইউনিয়নের নিমগাছি এলাকার জমসেদ আলীর ছেলে এবং সাবেক ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা (২৯), মুশরিভুজা-খড়কপুরের আলমাস আলীর ছেলে মিনহাজুল (২৮), হোসেন ভিটা এলাকার আব্দুস শুকুরের ছেলে বাইরুল ইসলাম (৩১) ও খড়কপুরের জাহির হোসেনের ছেলে সাগর আলী (২৬)।

জানা যায়,ছাত্র শিবিরের সাবেক নেতা সোহেল রানা তার ফেসবুক আইডিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে বিতর্কিত পোস্ট দেন।তাতে মন্তব্য করেন ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ চারজন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান,ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর

Sponsered content