রাজনীতি

জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত-১২

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৪:৫১:৪৭ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি।।জয়পুরহাট শহরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতসহ ১২ জন আহত হয়েছেন।এদের মধ্যে গুরুতর আহত জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগ শাখার ইফাত নামে এক ছাত্রলীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ সংঘর্ষে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সব আসবাবপত্র,জানালা দরজা ভাঙচুর করেছে জেলা ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান,বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের প্রধান সড়কে শান্তি মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে একত্রিত হচ্ছিলাম।এ সময় রেললাইনের পশ্চিম পাড় থেকে পাথর নিক্ষেপ করছিল বিএনপির পদযাত্রা থেকে।আর তখনই ইট পাথরের আঘাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত,জেলা ছাত্রলীগের সভাপতি রাজা,জেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক রাহাত,পৌর ছাত্রলীগের সহসভাপতি বর্ষণ,পৌর ছাত্র লীগের সভাপতি আবু কাহাত, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগকর্মী ইফাতসহ ১২ জন আহত হন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন,এ সংঘর্ষে বিকেল ৬টা পর্যন্ত ১২ জন ভর্তি হয়েছেন।এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইফাত নামে একজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করে হয়েছে।

এদিকে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে শহরের নতুন হাট থেকে বারোঘাটি পুকুর হয়ে আমরা একটি পদযাত্রা প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করছিলাম।এ সময় রেল লাইনের পূর্ব পাড় থেকে বিনা উসকানিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ।এ সময় তাদের ইট পাটকেলের আঘাতে ১৩ জন এবং পুলিশের রাবার বুলেটে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্জল সহ মোট ২৫ জন আহত হন।সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির অফিসে ভাঙচুর চালায়।

এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।

আরও খবর

Sponsered content