রাজনীতি

পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিলের আবেদন

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ২:৩৬:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ।

ওই আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিলের আবেদনও জানিয়েছেন তিনি।

শনিবার নির্বাচন কমিশনে শাম্মী আহমেদ আপিল দুটি করেন।

আগামী ৭ জানুয়ারির ভোটে আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিয়েছে, সেখানে ৭১ জন বর্তমান সংসদ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। এদের একজন পঙ্কজ নাথ। সেখানে ক্ষমতাসীনরা প্রার্থী করেন শাম্মীকে।

তবে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিন পঙ্কজের আবেদনে শাম্মীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। শাম্মীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে পঙ্কজই অভিযোগ করেন রিটার্নিং কর্মকর্তার কাছে।

তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয় ৫ থেকে ৯ ডিসেম্বর।

প্রার্থিতা ফেরত ও বাতিলের দাবিতে ইসিতে ৫৬১ আবেদনপ্রার্থিতা ফেরত ও বাতিলের দাবিতে ইসিতে ৫৬১ আবেদন।

নির্বাচন কমিশনে শাম্মীর আবেদন জমা দিয়ে তার প্রতিনিধি খালেদ মাসুদ জানান,আবেদনে পঙ্কজ নাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন,শাম্মী প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে উপযুক্ত দলিল উপস্থাপন করবেন।তিনি যে দ্বৈত নাগরিক না,তার প্রমাণ করবেন।একই সঙ্গে পঙ্কজ নাথের সম্পদ বিবরণীতে অসত্য তথ্য দেওয়ার বিষয়ও তুলে ধরবেন।

আরও খবর

বিএনপির হারুন-আমিনুলের আসনে নৌকার প্রার্থী দুই সাবেক এমপি, এলাকায় মিষ্টির দোকান শূন্য

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেই বোঝা যাবে কাদের জামানত বাজেয়াপ্ত হবে-ওবায়দুল কাদের

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পার হলেও বিএনপিরর পক্ষ থেকে কোনও শোকবার্তা পাঠানো হয়নি!

বিএনপির কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশস্থল থেকে রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি

সাদিকপন্হীরা দুটি বাস টার্মিনালকেন্দ্রিক বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ‘স্বেচ্ছায়’ ছেড়ে দিয়েছেন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেনি-সেতুমন্ত্রী,ওবায়দুল কাদের এমপি

Sponsered content