জাতীয়

চলনবিলেন সর্বোত্তম ব্যবহারে নেয়া হয়েছে মহাপরিকল্পনা; ব্যয় হবে ১৪ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ৮:৫৮:৪৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চলনবিলেন সর্বোত্তম ব্যবহারে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৪ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা।মাছ ও ফসলের অন্যতম ভাণ্ডার দেশের বৃহত্তম বিল চলনবিল।উত্তর জনপদের এক সেরা প্রাকৃতিক সম্পদ এটি। বিলটি রাজশাহী, নটোর, পাবনা ও সিরাজগঞ্জের এলাকাজুড়ে বিস্তীর্ণ।

চলনবিল তার বিশাল জলরাশির ঐতিহ্য হারিয়েছে।বিলের ভূমি ও পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা।এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা চালানো হবে।এ কাজে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা।প্রাথমিকভাবে ‘চলনবিল এলাকার পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা’ প্রকল্প বাস্তবায়ন করবে পানিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।

জানুয়ারি ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের উদ্দেশ্য চলনবিল এলাকার পানি ও ভূ-সম্পদ মডেলের মাধ্যমে বুদ্ধিদীপ্ত ও সমন্বিত ব্যবহার করে জলাশয়ের জীববৈচিত্র্য এবং উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের পরিকল্পনা প্রণয়ন।

আরও খবর

Sponsered content