জাতীয়

জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন-রাষ্ট্রপতি

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ১:৪১:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ ঈদের প্রধান জামায়াতে উপস্থিত থাকবেন।

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের এটিই শেষ ঈদ নামাজে অংশগ্রহণ। কারণ, বঙ্গভবনের কর্মসূচি অনুযায়ী আগামী ২৪ এপ্রিল সকাল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন।

নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ এদিন ঈদগাহে মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content