অপরাধ-আইন-আদালত

গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ-মহাপরিদর্শকের দখলে থাকা খাসজমি উদ্ধার করলো-এডিসি

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৫০:০৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।।বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামসহ এলাকার প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি দখলমুক্ত করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

শনিবার(১৭ ফেব্রুয়ারি)দুপুরে সদর উপজেলার পাইককান্দি পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

পাইককান্দি পশ্চিমপাড়া গ্রামে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামসহ এলাকার প্রভাবশালীরা সরকারি জমি দখল করেছে রেখেছে বলে গত ১৪ ফেব্রুয়ারি দুদকের গণশুনানীতে অভিযোগ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) (রাজস্ব) মোসা. নাজমুন নাহার জানান,বিজয়পাশা মৌজার এসএ ৪৬২ ও বিআরএস ৫৬৯ নং দাগে ১ একর ৭ শতাংশ জমি প্রভাবশালীদের দখলে ছিল।জমি দখলমুক্ত করতে সেখানকার সীমানা প্রাচীর ও দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে তারকাটার বেড়া দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে।

সরকারি সম্পদ রক্ষায় জেলা প্রশাসন সব সময় কাজ করে যাচ্ছে এবং তার অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযানে সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সারসহ সার্ভেয়ারগণ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content