আন্তর্জাতিক

গাজায় ক্ষুধা ও অপুষ্টি বিরাজ করছে-জাতিসংঘ মহাসচিব, এন্তোনিও গুতেরেস

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৪ , ৫:৩০:৫২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট ।।জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস পবিত্র রমজান মাস শুরু হওয়া সত্ত্বেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় আতংক প্রকাশ করেছেন।

গুতেরেস সোমবার সাংবাদিকদের বলেছেন,পবিত্র এই মাসেও যুদ্ধ অব্যাহত থাকায় আমি আতংকিত এবং ক্ষুব্ধ। এটি হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পর গুতেরেস গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন,গাজায় ক্ষুধা ও অপুষ্টি বিরাজ করছে।

তিনি ত্রাণ সরবরাহে সকল বাধা দূর করারও আহ্বান জানান।

গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়।এর প্রতিশোধ হিসেবে ওইদিনই ইসরাইল পাল্টা হামলা শুরু করে এবং তা অব্যাহত রয়েছে।

অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গুতেরেস বলেছেন,ইতিহাস প্রত্যক্ষ করছে।আমরা দৃষ্টি অন্যদিকে ফেরাতে পারি না। আরও প্রাণহানি এড়াতে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।

আরও খবর

Sponsered content